এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
শেখ হাসিনার গুনের কথা
লিখলে হবে না শেষ,
পুলিশ দিয়ে খুনের খেলা
করলো বুবু বেশ।
রক্তের সাগরে কেটেছে সাঁতার
মিঠে নাই রক্তের পিপাসা,
রক্তের স্রোতে ভেসে গিয়ে
দিল্লিতে বেঁধেছে বাসা।
রক্ত পিপাসু ডাইনি বুবু
সন্ত্রাসীদের রানি,
সংসদ ভবনে আবোল-তাবোল বলে
হয়েছে চাকরানী।
কলমের বদলে ছাত্রলীগের হাতে
অস্ত্র তুলে দিয়ে,
সাপ লুডুর খেলা খেলেছে বুবু
বাংলার শিক্ষা নিয়ে।
ত্রাসের রাজত্ব করেছিলো কায়েম
পেয়েছিলো জনতা ভয়,
সত্যের সেনানীরা আতংকিত ছিলো
কখন জানি গুমের শিকার হয়।
উদীয়মান লেখক জহির রায়হান
শেখ মুজিব করেছিলো গুম,
দেশ ধ্বংসের চিন্তা না করিলে কভুও
বাপ -বেটির আসতো না ঘুম।
বাবার পতনে আনন্দিত জনতা
মিষ্টির দোকান করেছিলো খালি,
মেয়ের পতনেও হয়েছে তাই
উল্লাসিত জনগণ দিয়েছিলো তালি।
সাগরের পানি যদি হয় কলমের কালি
খাতার পাতা হয় বৃক্ষলতা,
সবকিছুই একদিন হয়ে যাবে শেষ
অব্যাহত থাকবে শুধু ইতিহাসের কথা।