———————-‐-‐——–
কলমে: মহম্মদ মফিজুল ইসলাম
সুখ কিনব বলে নতুন পোশাকে সেজেগুজে
শহরের ঝাঁ-চকচকে
বহুতল মাল্টিপ্লেক্সে গেলাম।
বললাম দাদা, ‘সুখ বিক্রি আছে?’
দোকানদার আপাদমস্তক দেখলেন।
বললেন, ‘সুখ ছিল। এখন নেই।’
আমি বললাম, ‘কেন?’
উত্তর এল আমাদেরও শখ ছিল
সিল করা প্যাকেটে সুখ বিক্রি করব।
একেবারে ন্যায্য দামে।
ওজনে কম হবে না।
কোম্পানির লোগো থাকবে।
এমআরপি থাকবে লেখা।
এক্সপায়ারি ডেটও থাকবে।
বিক্রিবাটা হচ্ছিল ভালই।
হঠাৎ দমকা হাওয়ার মতো
সুখের রাজত্বে অসুখের আগমন।
কোথা থেকে ‘অ’ এসে সুখের সঙ্গে মিশে গেল।
সুখের স্টিকার পরিবর্তিত হল অসুখে।
সুখের সঙ্গে অসুখের টাই-আপ।
শোকের সঙ্গে মেলবন্ধন।
সুখের ব্যবসায় তালাবন্ধ।
=================
মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত