মো:রায়হান ইসলাম
মিষ্টি মুখের দুষ্টু হাসি
কেড়ে নিল মন
কেড়ে নিয়ে হৃদয় আমার
করল আপন জন।
তোমার মায়াবী হাসিতে
মোর নিরাশা ভুবনে,
স্বপ্ন ঝলকে-আশার ফুল ফুটে,
যেমনটা রাতের আধারে
মেঘের ছায়া কেটে,
হাজার তারাকে ঘিরে,
মেঘের সাথে মিতালী করে,
জোসনা মাখা চাঁদ উঠে।
তুমি হাসলে প্রিয় অবাক হয়ে চেয়ে থাকি আমি
তোমার হাসির চেয়ে আমার কাছে কিছুই নেই দামি
ওই মায়া মাখা হাসির জন্যে আমার উদাস হওয়া!
এই হাসিটা ধরে রেখো
প্রিয়তমা তোমার মুখে
দেখব হাসি, ভরবে হৃদয়
কাটবে জীবণ সুখে।