কলমে:- সাহেলা সার্মিন
নীল আকাশের নীল রঙ
আজ ডুবেছে অন্তর্ধানে
সূর্য রশ্মির কড়া প্রহরা ভেদে
গনগনে মধ্য গগনে!
ভালোবাসায় ভালো আজ
দেখা যায় না তেমন,
বদলেছে রূপরেখা
রবি রশ্মি যেমন!
সুশাসন নেই কোনো
আছে জবর দস্তি,
মধুর চেয়ে নোংরায়
যেনো কীটের স্বস্তি।
ভালো পথের পথিক
সংখ্যা অতি কম,
খারাপের দিকেই ধাবমান
ভালোয় মনে হয় যম!
বদলেছে প্রকৃতি
বদলেছে মানুষের মন,
বিগড়েছে আবহাওয়া
যতই যাচ্ছে তারিখ সন।
উঠে গেছে ভক্তি শ্রদ্ধা
ছেলেমেয়ের মন থেকে,
শিক্ষকের প্রতি নেই ভক্তি
কারো হাত ওঠে তার দিকে।
গুরুজনকে ধমক মেরে
ঠেলে রাখে দূরে,
এদের সামনে কতো রঙ তামাশা
আর বেয়াদবি করে!
ভানুর তেজস্বিনীর রুদ্র রূপ
পোড়াচ্ছে প্রকৃতি,
এদেরকে কিভাবে দেবো
মানুষ হিসেবে স্বীকৃতি!