কলমে: কামরুন নেসা লাভলী
করো না ভুল
হ’য়ে বে ভুল
সেই তো কবে চলে গেছে
আইয়্যামি – জাহেলিয়ার যুগ
তবে আর কেন রাখ ঢেকে
নিজের এ অন্ধকারে মুখ
যার সৃষ্টি সুখের উল্লাসে
পৃথিবীতে পেলো নতুন প্রান
প্রভু মোদের খুশি হয়ে
দিল তার প্রিয় অমূল্য রতন
মহান আল্লাহ রাব্বুল আলামিনের
নাম করি তাই চির স্মরণ
সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া
তাই হয়েছি মোরা উম্মত নবীর সা. এর
নবীর প্রতি দরুদ পড়েন স্বয়ং প্রভু আমার
ফেরেশতা কূল ও দরুদ পড়েন হয়নি জানা
আজও কি তোমার, তবে
উম্মত হ’য়ে কেন রাখ শূন্য সালাম ও দরুদ
মন তোমার ?
নবীর প্রতি দরুদ পড়ে
শাফায়াতের পথ নাও না খুঁজে
আল্লাহ নবী যে দিয়েছিল কথা
জেনে রেখো তা কভু নয় বৃথা
সত্য ন্যায়ের ধারক বাহক
আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চিরদিন যেন রাখি তাই স্মরণ
মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
প্রতি আনিলে ঈমান
অন্তর, মুখে কাজে
দিতে হবে প্রমান।।