কলমে: দেব মন্ডল
আবার যদি ফিরতে পারতাম সজাল দিঘির গাঁয়,
আমার গাঁয়ের কাঁদা,মাটি আবার মাখতাম গায়।।
আমন ধানের গন্ধে যদি মন জুড়াতো আবার,
মায়ের আঁচল ধরে যদি আবার হাঁটতে পারতাম পাড়ায়।
পুতুল বিয়ের জীবন যদি আবার আসতো ফিরে
সব বিলিয়ে আবার যেতাম সেই ছোট জীবনকালে।
নবান্নের সেই পিঠা পুলি, চাঁদের রাতের লুকোচুরি,
যদি আবার আসতো ফিরে মোর জীবন মাঝে।
বড় হওয়াকে দূরে রেখে ফিরতাম ছোট কালে।
আবার যদি যাত্রা আসর বসতো গাঁয়ের মাঠে,
শহর জীবন ছেড়ে আমি থাকতাম সেই মাটিতে মিশে।
দাদুরা যদি আবার আসতো ফিরে,
আমি দুই টাকার চকলেট কিনে বসতাম গল্পের ভিড়ে।
বর্ষার বিলে কৈই মাগুরের বসতো যদি মেলা,
বাবার সাথে থাকতাম আমি বিল, পুকুরের জলে।
ঈদ-পুজাতে মাততাম হিন্দু- মুসলিম মিলে।
ঝাউয়ের ঝাপে জোনাক যদি জ্বলতো আবার করে,
চাঁদের রাতে খেলতাম আবার বন্ধু সকল মিলে।
এসব এখন কল্পনাতে,স্মৃতি হয়ে আছে,
সময়ের সাথে পরিবর্তন সবার মানতে হবে।