হৃদয়ের দরজা খোলা রেখেছি,
যেন মানুষের দেওয়া আঘাত
কোড়া না মেরেই প্রবেশ করে,
বিষন্ন সন্ধায়' অবসন্ন হৃদয়ে।
তবুও অচেনা এক অবহেলা
বার-বার কোড়া মারতে থাকে!
আমি বসন্তে সুখ ফিরে পাব
এই অভিলাষে দাড়িয়ে আছি,
বৃষ্টি ও রোদ্দুরে' এক যুগ ধরে।
তবে অবশেষে ফিরে এসেছি
এক সমুদ্র অবহেলা আর
এক আকাশ অভিমান নিয়ে।
আমার প্রথম উপহার'ই ছিল
অবহেলা আর অবহেলা!
শেষে তুমি সযত্নে দিয়েছিলে
চিরস্থায়ী আঘাত আর বেদনা,
আর বেছে নিয়েছিলে শত যোজন দূরত্ব
সেদিন থেকে আর সুখ দেখিনি।