কলমে: কামনা ইসলাম
সত্যি আমি মুগ্ধ আজি
এমন নামটি শুনে,
তার হাসিতে মুক্ত ঝরে
শ্রদ্ধা কর্ম গুনে।
লাগবে পানি, পানি লাগবে
পিপাসিত প্রাণ,
কতো মধুমাখা, কতো যাদু রাখা
ভেসে আসে সেই ঘ্রাণ।
চোখ দুটোতে মায়া ছিলো
হাসি ছিলো মুখে,
হৃদয় ছিলো নরম কোমল
ছিলো বড়োই সুখে।
বাবার ছিলো নয়ন মণি
মায়ের চোখের আলো,
দেখতে ছিলো সুদর্শন
মনটা ভীষণ ভালো।
আমার দেশে এমন ছেলে
আসবেনা আর ফিরে,
সবার মাঝে থাকবে সে
সবার হৃদয় জুড়ে।
———————————
লেখক:
কামনা ইসলাম
লোহাগড়া,, নড়াইল,
বাংলাদেশ।