কবি: কামাল মাহমুদ জয়
স্বপ্ন, আশা, জীবন আমার,
তিনটি নদীর স্রোত বয়ে যায়,
যেখানে প্রতিটি ধারায় মিশেছে
নতুন সকাল, নতুন দিনের সাহস।
স্বপ্নে আমি দেখি রঙিন পৃথিবী,
আকাশে উড়ছে মুক্ত পাখিরা,
যেখানে খুঁজে পাই প্রতিটি বিন্দুতে
ভালোবাসার রেশ, হাসির খেলা।
আশায় ভরেছি প্রতিটি প্রহর,
যেন ফুলের মতো ফুটে ওঠে স্বপ্ন,
কষ্টের পথে পা ফেলা হয়,
তবু মনে করি, দিন বদলাবে নিশ্চয়।
জীবন আমার এক অমল গান,
যার সুরে মিশে আছে সুখ-দুঃখ,
তবু আমি চলতে থাকবো অবিরত,
স্বপ্ন, আশা নিয়ে গড়বো নতুন এক পৃথিবী।
কখনো হারালে যদি পাথেয়,
আশার রশি শক্ত করে বেঁধে,
মনে মনে বলবো, “কখনো থামবো না,”
স্বপ্নের পথে চলা যে, চিরকালীন।