কলমে: রোজিনা খাতুন
আমার চোখের জল করছে টলমল
মাথা ভরা টেনশন
বিবেকে খাচ্ছে কুড়ে কুড়ে
বেঁচে আছি অনশন।
হাতে পায়ে শিকল পড়া
দরজায় কড়া পাহারা
আইন কি বলবে দেশটা চলবে
ভাবতে ব্যস্ত তাহারা।
জাগ্রত হও ঘুমন্ত জাতী
চলো হাতে হাত
জীবন বাজি মরন সাথী
যেভাবে যায় রাত।
জীবন একটা মিছে চিন্তা
দূরে ঠেলে চলো
প্রবীন সবাই একপাশে হও
নবীন কিছু বলো।
অন্যায় অবিচার আপোষ হীন
বুক ফুলিয়ে চলবো
ন্যায়ের পক্ষে থাকবো সবাই
অন্যায়কে অন্যায় বলবো।
মেরুদণ্ড সবার আছে তবুও
কিসের এতো ভয়
মরন পণ লড়াই করবো
করবো বিশ্ব জয়।