কলমে: রেজা কারিম
১৯৭১ সালের পঁচিশে মার্চের কালোরাত দেখিনি
দেখেছি ২০১৩ সালের ৫ ই মে'র রাত
দেখেছি ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগের কালোরাত
দেখেছি ২০১৮ সালের কোটা আন্দোলনের রাতগুলো
দেখেছি ২০২৪ সালের কোটা আন্দোলনের রাতগুলো
কী ভয়ংকর ভয়ানক দুর্বিষহ।
শুধু রাত নয়, দিনগুলোও কালো
২০০৮ সালের পর বাংলাদেশ কখনোই দিন দেখেনি
রাত আর দিন সবই কালো
কুচকুচে কালো। ঘুটঘুটে অন্ধকার।
স্বৈরাচার ইয়াহিয়া খানকে দেখিনি
দেখিনি এরশাদের আমলও
তবে স্বৈরাচার হাসিনা ও তার আমল দেখেছি
দেখেই চলছি
সে ইয়াহিয়ার চাইতেও ভয়ংকর
মানুষ নয়, পশু সে
তার ভয়ানক কুৎসিত চেহারা আঁকুক কোনো চিত্রশিল্পী
ছবিতে লেখা থাক -
এই ডাইনিকে হত্যা করতে হবে; জনসম্মুখে
যে স্বজাতির বুকের রক্তে হোলি খেলেছে
ইয়াহিয়া তা করেনি।