কলমে: জাসমিনা খাতুন
----------------------------
তখন আবৃত্তি ক্লাস চলছে,
ফোনটা বেজে উঠতেই হৃদয়টা ঝিরঝির করে উঠল।
সমস্ত শব্দগুলো, সমস্ত বর্ণগুলো আঁচল থেকে সর্ষে গড়িয়ে পড়ার মতো গড়িয়ে গেল।
কণ্ঠ কেঁপে কেঁপে উঠল,
চলন্ত ক্লাসটা চালিয়ে নিয়ে যেতে পারছি না, আবার তোমার ফোনটাও রিসিভ করতে পারছি না।
পালতোলা নৌকায় যদি ঝড় লাগে,
তাহলে নৌকা যেমন ঢেউয়ের তালে দুলতে থাকে,
ঠিক তেমনভাবে জ্বলতে থাকল আমার হৃদয়।
মাহিদুল স্যারকে দ্বিতীয়বার পড়া দেওয়ার অনুরোধ করলাম,
কিন্তু আবৃত্তি করতে পারলাম না।
যেভাবেই হোক, ক্লাস শেষে তোমাকে কল দিলাম।
তুমি বললে, "আমি পরে ফোন করব।"
আচ্ছা, ঠিক আছে।
আমি ক্লাসে ফিরে এসে দেখলাম,
তুমিও ক্লাসে প্রবেশ করেছ,
তাই আমার ফোনটা রিসিভ করতে পারোনি।
আমি যখন তোমার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করি, তখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।
কিন্তু ফোনটা বেজে উঠতেই,
অজান্তেই হিম হয়ে এলো আমার সমস্ত মাংসপেশি।
পুরপুর করে হৃদয় ছিঁড়ে বেরিয়ে এলো ছিন্নভিন্ন আবৃত্তি।
-------------------------------
জাসমিনা খাতুন
রামপুরহাট, বীরভূম, ভারত