কলমে: মাহফুজা রহমান
তুমি আমার চোখের দিকে তাকিয়েই বুঝে নিও,তোমায় কাজল ছাড়া বড্ড বেমানান দেখায়,তোমার একটা কাজলের প্রয়োজন!
হাতের শাখাগুলো কেমন লালচে হয়ে যাচ্ছে,তোমার এবার একজোড়া নতুন শাখার প্রয়োজন!
হয়তো এর কোন কিছুই মুখে বলতে পারবো না,আসলে পারিনা বিষয়টি এমনটিও নয়,আমি খুব বেশি সমস্যা কখনো মুখে বলি না!
তোমার কোন ছুটির দিন বড্ড চুপচাপ দেখে বুঝে নিও,আজ তোমার সঙ্গেই মন হারাবে,এই যে, শাহবাগ,ধানমন্ডি,মিরপুর,গুলশান তোমার পুরো শহর জুড়ে ঘুরবো!
কোন জোস্না রাতে খুব বেশি উৎফুল্ল দেখে বুঝে নিও,এ রাতে চাঁদের সঙ্গে নয়, তোমার সঙ্গেই গল্পে হারাবে!
এই যে শাড়ি,কপোলে কালো টিপ পড়ে যদি কভু হঠাৎ সারপ্রাইজ দেই,বুঝে নিও আজ মন তোমার বড্ড সঙ্গ চাচ্ছে!
বৃষ্টি ভেজা রাত দেখে বুঝে নিও,আমি না বরং তুমি বলিও এ' রাতে জানি শুধু আমাকেই তোমার প্রয়োজন!
হয়তো কিছুই মুখে বলবো না!
বুঝে নিও,এই অবেলায় সন্ধ্যা ঘনাবার পূর্বেই তোমায় ভাবা মানে বরং সেদিন একটি রাত দিতে প্রস্তুত নিও!
শুকনো চুলের ঘ্রাণ শোকতে শোকতে ভিজিও অন্য কোন মোহনায়!