কলমে:- আব্দুল্লাহ আল-মামুন
নৈতিকতা শিক্ষা দেয় না
শিক্ষাঙ্গনে আজ
চাঁদাবাজি লুটে ভরা
এ সুশীল সমাজ।
শিক্ষাঙ্গনে মদের আড্ডা
নেইতো দেখার কেউ
ছাত্র নাম জুড়ে দিয়ে
করে অনেকে মেউ।
অন্যায় ভাবে হত্যা করে
গর্বে বলে ছাত্র
দিনে থাকে চাঁদার আশায়
মদে নিশায় রাত্র।
আইন আছে বিচার নাই
শুনলাম কানে মাত্র
নেতারা চলে ওদের কথায়
কারণ ওরা ছাত্র।
ওদের থাকে বিশাল ইউনিটি
নেতারা দেয় টাকা
ভালো মন্দ করেনা বিচার
চালায় জীবন চাকা।
হায়রে ছাত্র! নিজেকে গড়ো
সুগন্ধি ফুলের মতন
মানুষের মতো মানুষ হয়ে
নিজেকে করো গঠন।