কলমে- দেব মন্ডল
আমি আবার ফিরে যাবো আমার সোনার বাংলায়।
সেথায় ফুটিয়াছে শাপলা দীঘীর অভ্যন্তরে।
সকাল সাজে কাক, বক মেতে থাকে মিলন মেলায়।
কোকিল আজ গাইছে গান গাঁথিয়া বকুল মালা।
ওদের ভালোবাসা কতো পবিত্র মধুময়,
নেই স্বার্থের টান শুধু দুজন, দুজনার।
এ যেনো শুধু নিঃস্বার্থ ভালোবাসার ঘর।
ব্যাঙগুলো আজ মাতিয়াছে নতুন বৃষ্টি পেয়ে,
ভালোবাসার আলাপন করছে নিরালায়।
এদের ভালোবাসা কতো সুন্দর কতো মধুময়।
ছোটরা আজ খেলিতেছে নতুন জল পেয়ে
আমি ও সমিল হবো তাদের সাথে
একটু হলেও ফিরে যাবো ছোট বেলার সেই স্মৃতি মাঝে।
বাতাবি লেবুর সুগন্ধে মন ভরাবো।
নবীন মাঝির সুরের তালে হারিয়ে যাবো।
গাং শালিকের সাথে করবো আলাপন,
ও যেনো বন্ধু আমার সাথে থাকবে সারাক্ষণ।
কৃষকের সাথে কাটবো ধান,
আমার কাজল রানীর রান্না খেয়ে জুড়াবো প্রান।
রাখাল বেশে চরাবো ধেনু, গধুলি লগ্নে ফিরবো সদায়।
সন্ধ্যা কালে যাত্রা দেখবো,মাঝির বেশে হাল ধরবো।
এভাবে হারাবো আমি সোনার বাংলায়।