কলমে: মোঃ আব্দুল রহমান
একটি সুতোয় গাঁথা জীবনের যত কথা
ভরসার হাত বাড়াই হৃদে,
হাতে হাত বেঁধেছি নয়নে ঐ দেখেছি
সৌহার্দ্যের বন্ধন আহ্লাদে।
সুরে সুরে জাগিয়ে প্রাণে প্রাণে ভরিয়ে
পরবো আজ ধরণীর সাজ,
মানবের কলতানে সবুজের আগমনে
রাখি পূর্ণিমায় গাঁথি আজ।
চলো সবে একসাথে রাখি হাতে হাতে
গড়ি এই হৃদয়ে চির গুঞ্জন,
মিলেমিশে চিরকাল সাথে রই হয়ে ঢাল
কখনো ছিড়বে না এ বন্ধন।
হিংসা দ্বন্দ্ব মারামারি যেন কভু নাহি করি
জাতি ভেদাভেদ আর নয়,
মানবের হৃদে বাতি বিশ্বে ছড়িয়ে জ্যোতি
উৎসবের বন্ধন গড়ি তাই।