হে কবি তোমার কলম কেন
কথা বলে না মজলুমের পক্ষে
তুমি আজ তাকিয়ে দেখো অত্যাচারি
মজলুমের চালায় গুলি বক্ষে
গোটা বিশ্ব আজ মানবতার কথা বলে না
নিজের স্বার্থে দেখি তোমার কলম চলেনা
পৃথিবীতে আজ মুক্ত বারুদ বোমা উড়ে চলেছে শান্তির নামে অশান্তির দাবানলে ছেয়ে গেছে
হে কবি আজ জাগিয়ে তোলো তোমার লেখনি দিয়ে মানবতা
মানুষে মানুষে হানাহানি নয় আর চাইনা বর্বরতা
আর সহিতে পারিনা অবুঝ শিশুর মা বাবা বলে চিৎকার
বাবার কাঁধে সন্তানের লাশ, অবহেলিত নারী জানাই আজ ধিক্কার
হে কবি বিশ্ব শান্তি চাও,ভাই ভাই রাখো হাত
সকল ধর্ম কেউ নাই বাজে, আর চাইনা রক্তপাত