সরদার মোহাম্মদ আলী
ছোট মা মানে চাচাী আম্মা
আমার পালিত মাতা
আমি কাঁদিলে কষ্ট পেতো
হৃদয়ে পেত ব্যাথা।।
মায়ের অভাব দেয়নি বুঝতে
যেন গর্ভধারিনী মাতা
আগলে রাখতো আমায় সদা
হয়ে মাথার ছাতা।।
বড় হয়ে জানতে পারলাম
দুখীনি মায়ের কথা
অনেক শোকে কাতর মায়ে
পাষাণ হৃদয়ে গাথা।।
ছয়টি সন্তান অকালে মরছে
সন্তান হারা মাতা
যার হারাইছে সেইজন জানে
সন্তান হারানো ব্যাথা।।
আমার বয়সী যেবোন ছিল
তার মৃত্যুর পরে
গর্ভধারিণী মা দিয়েছিল আমায়
চাচী আম্মার ঘরে।।
আমাকে পাইয়া সন্তানের বেদনা
গিয়েছিল মা ভুলে
নিজের হাতে খাওয়াতো মা
আমার মুখে তুলে।।
চাচাকে ডাকতাম ছোট বাপ
ধরতাম যত বায়না
আদায় করে নিতাম তাহা
আমার দেরি সয়না।।
ছোট বেলার যত আবদার
পূরণ করছেন যিনি
তিনি আমার পালিত পিতা
ছোট বাপ তিনি।।
ছোট বাপ ছোট মায়ের যে
তুলনা নাই ভবে
আজীবন তারা আমার হৃদয়ে
স্মৃতি হয়ে রবে।।
দোওয়া মাঙ্গি আল্লাহর কাছে
তাদের নাজাত দিও
শেষ বিচারে মাফ করে প্রভু
রহমতের কোলে নিও।।
অবুঝ ভাই বোন সারা দিয়েছে
প্রভু তোমার ডাকে
তাদের উছিলায় মাফ কর আল্লাহ
তাদের বাপ মাকে।।
আপন পালিত সকল মাতা পিতা
শান্তিতে রেখো প্রভু
তোমার রহমতে ঘিরিয়ে রাখিও
শাস্তি দিওনা কভু।।
সেই ছোটকাল আর আসবেনা
তাদের পাবোনা ফিরে
চিন্তা করি গভীর রজনীতে
শুয়ে আপন নীড়ে।।