সরদার মোহাম্মদ আলী
জন দরদী বাংলা নেতাগন
যেমন শীতের কাঁথা
দরদ করে কাছে থাকে
যেমন বর্ষার ছাতা।।
গরীবের ঘাম মুছে দিয়ে নেতা
টানিয়া নিতো বুকে
আপদ বিপদে ঝাঁপিয়ে পরতো
সবার সুখে দুখে।।
কাজ দেখিয়ে জনতা বলে
পাইছি ভালো নেতা
ঝড় ঝাণ্ডা যতই আসুক
আছে মাথার ছাতা।।
সাহসী নেতার সমাজ সেবায়
পেল ফুলের মালা
ক্ষমতা যাইয়া বেড়াজালে পরে
অন্তর হলো কালা
ক্ষমতা পাইয়া জন দরদী নতা
ভুলেছে আগের কথা
হাজার মানুষ শত দুঃখে তার
হৃদয়ে পায়না ব্যাথা।।
পোষ্টালে দেওয়া নীতি বাক্য গুলো
সব গিয়েছে ভুলে
আম জনতার কথা শুনলে
রাগে নেতা ফুলে।।
স্বেচ্ছারীতে ক্ষিপ্ত হলো সকল
আম জনতার দল
ক্ষিপ্ততা দেখে আম জনতার
নেতার গেল বল।।
ছিঁনিয়ে নিলো ক্ষমতা নেতার
বন্দী হলো নেতা
জবান বন্দীতে শুনছি নেতার
বিগত জীবনের কথা।।
আগে দিয়েছিল পুষ্প চন্দন
এখন জুতার মালা
যে বলতো স্যার মহোদয়
সেজন বলে শালা।।
ন্যায় নীতির মহান নেতা
আল্লাহর মহা দান
ন্যায় পরায়ন শাসক হলে
প্রভু দেয় সন্মান।।