কলমে : এম এ লতিফ
গাঁথবি মালা কুড়িয়ে ফুল
করিসনে দেরি ওরে সখী
অভিমানি ফুলগুলো যে
একে একে যাবে ঝরে,
হয়তো তুমি পরাবে মালা
আসবে যেদিন আমার ঘরে,
বাগান বিলাস জুঁই চামেলি
টগর বকুল চম্পা কলি
কোন ফুলে যে মানায় ভালো
গাঁথবো মালা সেই ফুলে
নিস যদি আমায় আপন করে,
ভালোবাসার ফুলদানি
সাজাবো আমি তোকে নিয়ে
দেখবো আমি নয়ন ভরে!
গাঁথবি মালা কুড়িয়ে ফুল
ফুলের সুবাস ছড়িয়ে যাবে
আসবি যেদিন বাসর ঘরে,
যে সুবাসে মনটা আমার হবে ব্যাকুল
দিসনে কভু মালা ছিড়ে!
স্বপ্ন সুখের দিনগুলো
কাটালাম আমি প্রহর গুনে
তবু তুই এলিনা মোর
স্বপ্ন সুখের ছোট্ট নীড়ে,
যে ফুলে তুই গেঁথেছিস মালা
অভিমানী ফুলগুলো আজ
একে একে যায় যে ঝরে!