তৃষ্ণা আমার লোচন ভরে
জ্বালিও না আমায় অমন করে,
বয়সের এই বসন্ত কাল
নারী হয় বড় বেসামাল!
বৃষ্টি পরুক অঝোর ধারায়
অতিষ্ঠ জীবন চৈত্রের খরায়,
বক্ষ জুড়ে আমার পিপাসা
মিটলো না কভু জীবনের আশা!
নদী স্নাত সন্ধ্যা প্রাতঃ
ভিজাই দেহ আমি আপাততঃ,
কে যাও মাঝি নায় তুলে নাও
অভাগীর অঙ্গ তৃষ্ণা জুড়াও!
ভরা জোয়ার তটিণী-র জল
প্রবাহিত অনিল চলে কলকল,
তারূন্য আমার উচ্ছসিত দেহ
নিলে না মাঝি খবর তোরা কেহ ?!