০১- কোম্পানি প্রাইভেট লিমিটেড
অমর একুশে বইমেলা।
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড
তরুণ প্রজন্মের কবিদের কাছে
লেখা চেয়েছে ছয়মাস আগে।
লেখা মনোনীত হলে অর্ধেক প্রকাশের খরচ দিতে হবে কবিদের।
বই বেস্টসেলার হলে
রয়্যালিটি পাবেন।
তরুণ প্রজন্মের কবিদের
চক্ষু চড়কগাছ।
অমর একুশে বইমেলা শেষ।
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড
তরুণ প্রজন্মের কবিদের পাছায় দিয়েছে বাঁশ।
০২- একুশের জার্নাল
ঊনিশ'শ বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি।
সকালবেলা।
ঘরে ছিলেন মা একলা।
তাঁর হাতে ডাকপিয়ন এসে
একটা হলুদ খাম দিয়ে গেছে।
পত্রে লেখা...
"আজ থেকে তুমি তোমার মুখের ভাষায়
কথা বলতে পারবে না।"
-"এটা কেমন কথা?"
মায়ের মনে অনেক ব্যথা।
সেই পত্র পড়ে মায়ের মুখের ভাষা
বন্ধ হয়ে গেছে।
মূক মায়ের মুখের ভাষা
ফিরিয়ে আনার তরে
সালাম,বরকত,রফিক, জব্বারসহ আরো
অনেক মায়ের ছেলে
ঢাকার রাজপথে
একশ চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে
বুকের তাজা রক্ত দিয়েছিলেন ঢেলে।
তাঁদের তাজা পূণ্যরক্তে
রাস্তার কালো পিচ ভোরের সূর্যের
মতো লাল হয়েছে। তাঁদের রক্তে
প্রস্ফুটিত
শিমুল, পলাশ,কৃষ্ণচূড়া
ফুলের রং লাল হয়েছে।
মূক মায়ের মুখের ভাষা ফিরে এসেছে।
অজিত কুমার সিংহ
কমলগঞ্জ,মৌলভীবাজার।