(০১)- সাহিত্য প্রেম
--------------------
প্রেমিক আমি পড়েছি প্রেমে
কবিতা সাহিত্যের সনে,
সর্বক্ষণ ভাবি প্রতিদিন লিখি
নিশিরাতে পড়ে মনে।
চর্চা করে আবিষ্কার করি
নতুন নতুন ছন্দ,
এক একটা ছন্দ থেকে কবিতা
হয়না তবুও মন্দ।
ধ্যান সাধনায় মগ্ন থেকে
লিখি প্রেম বিরহের কথা,
সাহিত্যে অঙ্গনে আবির্ভাব হয়ে
পাই মানুষের ভালোবাসা।
লেখকদের কলম সবসময়
সত্যের পক্ষে চলে,
কবিতার মাঝে প্রতিবাদের
কতো কথা বলে।
(০২)- দাদির ভালোবাসা
-----------------
ছোট্ট সময় দাদির সাথে
ঘুমাতাম প্রতিরাত,
নানান রকম গল্প বলে
মাথায় রাখতো হাত।
কত সুখের দিন ছিলো
আদর করতেন দাদি,
তার কথা মনে হলে
রোজ রাতে কাঁদি।
দাদির হাতের চাউল ভাজা
খেতে ছিলো মজা,
একটু আড়াল হলে পরে
পাড়ায় পাড়ায় খোঁজা।
ভালোবাসার মানুষ বুঝিনি
এভাবে হারিয়ে যাবে,
দাদির সব স্মৃতি আমার
অন্তরে বেঁচে রবে।
(০৩)- নিয়তি
----------------------
আহা! নিয়তি কি পোড়া কপাল
সুখের একটি পরিবার,
নিমিষেই শেষ হলো এভাবে
আর কি বাকি আছে হারাবার।
মা-বাবাকে হারিয়ে নিঃস্ব
খালি হলো বাড়ি ঘর,
বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে
আমায় করলো পর!
তোমাকে ভালোবেসে মার খেয়ে
মানসিক ভারসাম্য হারালাম,
তোমাকে হারিয়ে পাগল হয়ে
কত পথে -প্রান্তরে ঘুরলাম।
অতঃপর চোরের আখ্যা নিয়ে
আজ জীবনই দিয়ে দিলাম!
(০৪)- বন্যা
----------------
বন্যা এলো নতুন করে
ভেসে যাচ্ছে ঘর বাড়ি,
নিঃস্ব হয়ে সবাই এখন
করছে শুধু আহাজারি।
ঘর বাড়িতে নাই খাবার
দিন কাটছে কষ্ট করে,
দানের হাত বাড়িয়ে দিয়ে
খাবার পৌঁছে দেই তাদের ঘরে।
রাস্তা ঘাট তলিয়ে গেছে
যোগাযোগ ব্যবস্থা নাই,
এই পরিস্থিতিতে একমাত্র
রবের দয়া চাই।
(০৫)- মানব সেবা
---------------
মানব ধর্ম বড় ধর্ম
যদি করো ভাই,
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
মানব জাতি সবার উর্ধে
এ বিশ্ব জগতে,
আসমান জমিন সৃষ্টি হয়েছে
আল্লাহ তালার রহমতে।
মানুষ মানুষের জন্য
থাকবো সবার পাশে,
একই সাথে লড়বো আমরা
বিপদ যতই আসে।