০১- কবিতা: পথ শিশু
রাস্তায় রাস্তায় ঘুরি
আমি পথ শিশু,
সবাই আমাকে ঘৃণা করে
বলে কতো কিছু।
কপাল দোষে আজ
থাকি পথের ধারে,
অসহায় বলে কেউ
শুধু শুধু মারে।
মা -বাবা কেমন
দেখলাম না কোনদিন,
আদর সোহাগ যত্ন
পাইনা প্রতিদিন।
পড়াশোনা করতে
আমাদের ও ইচ্ছে করে,
মা-বাবার কথা
শুধু মনে পড়ে।
০১- কবিতা: অত্যাচারী
গায়ের জোরে মানুষ
করতে পারে কত কিছু,
মরতে হবে একদিন
হয়না তবুও নিচু।
অসহায় মানুষদের যদি
করি অত্যাচার,
মানুষ আমার নাম দিবে
নির্যাতনকারী স্বৈরাচার।
সবাই আমাকে ঘৃণার
চোখে দেখবে,
আমায় দেখে নতুন প্রজন্ম
কি আর শিখবে।
নিজে ভালো হলে পাবে
মানুষের ভালোবাসা,
সুখে শান্তিতে থাকবে
অনেকে করে আশা।