রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

কবি: কামরুন নেসা লাভলী র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

০১- শুভ্রতায় ছেয়ে আছে মুখখানা
———————————–
কি ! এক শুভ্রতায় ছেয়ে আছে
তোমার মুখখানা
যেন মায়াবী সন্ধ্যা
অপূর্ব জোৎস্না যেন
তোমার ঐ স্নিগ্ধ মুখকে
ছুয়ে গেছে আলতো করে
আমি অবাক বিষ্ময়ে
চেয়ে আছি অপলক দৃষ্টিতে
আমার চোখ তোমাকে
কলম্বাসের মত নতুন করে
আবিষ্কার করার প্রয়াসে
ক্রমশই প্রলুব্ধ
তুমি , কে – – হে ?
ঐ হিমগিরির শীতল
বক্ষ জুড়ানো শান্তি নিকুঞ্জ
না অঝোর দৃষ্টি শ্রাবণ
যে কেবল ঝর
আমার অন্তর লাগি
না -কি সমুদ্রের উত্তাল ঢেউ
তুমি তরাাঙ্গিত হও
আমার হৃদয় প্রস্রবণে
না -কি শুধু ভালোবাসার এক
অপূর্ব পরশ প্রীতি।।

০২- বসন্ত ভালোবাসা
—————————
আমি আহোরণ করি,
তোমাকে, তোমার হৃদয়কে
তোমার ভালোবাসাকে
আমি আহোরণ করি,
তোমার প্রেমময়ী কবিতা —
কবিতায় তোমার রুপক।
আমি মুগ্ধ হই তোমাতে,
আমি বিস্তৃত হয়ে যাই —
তোমার ভালোবাসায়,
তোমার ভালবাসার আদলে।
বসন্তের হিম হাওয়ায়
তুমিই জাগিয়ে তুললে
আমার তন্ময় হৃদয়কে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102