০১- আহা! কি মায়াময় দৃশ্য অপরূপ
------------------------
কেন যে রাত আসে আমাকে
নিরব করে দিয়ে চলে যায়
কেন যে চাঁদ ওঠে আমাকে
ভাসিয়ে নিয়ে যায় ঐ দূর সীমানায়
কেন যে সমুদ্রে ছায়া পড়ে -----
নোনা জল আমাকে শুধুই কাঁদায়
কেন যে শরৎ আকাশ মেঘে
সাদা কাশফুল ফোঁটে ??
আহা ! কি মায়াময় দৃশ্য অপরূপ
আমাকে হতবাক করে দিয়ে থাকে
---------------------তেমন -- ই নিশ্চুপ ।।
০২- শরৎ বসন্ত
-----------------
তুমি ছুঁয়েছো দিগন্ত
আমি হারিয়েছি মন
তোমাতে শরৎ আকাশ
আমাতে আছে বসন্ত
তোমার বাঁশীতে সুর সখা
আমার যে কাঁদে প্রান।।