০১- অতি চালাক মন
অতি চালাক মন তোর,
কত শত চাল করিস,
সব কিছু জানিস তুই,
তবু কেন হারিস?
অন্যের ভুলে মজা পাস,
নিজের ভুলে থমকাস,
অন্যের সুখে হিংসা করিস,
তবু নিজের দুঃখ আড়াল করিস।
চালাকিতে বড় তুই,
সবই তো বোঝা যায়,
তবু কেন একা থাকিস,
কেন এমন ভাঙা হৃদয়?
অতি চালাক মন রে তুই,
শিখে নে একটু সরলতা,
চালাকির জালে জড়িয়ে,
হাসিটুকু যেন না হারিস।
০২- ভুল করে ভুল বুজে
ভুল করে ভুল বুঝে
ভুল করে ভুল বুঝে,
সরে গেলে মন,
কথার মাঝে থেমে থাকে
অজানা অভিমান।
একটু বলা, একটু শোনা,
হল না বুঝে শেষ,
ভুলে ভরা পথ চলাতে
হারাল কত বেশ!
আপন জনের হাসির মাঝে
কেন এতো ছল,
ভুল বুঝে দূরে গিয়ে
কেন এত দুঃখজ্বল?
একটু বোঝা, একটু ধরা,
সন্ধান যদি পাই,
ভুলের মাঝে ভালোবাসা
পথ খুঁজে ফিরে আসি আবার সবার ঠাঁই।