০১- এই দেশেতে
—————————————
এই দেশেতে জন্ম আমার
এই দেশেতে ঘর
সবার সাথে ভাব রয়েছে
নয়তো কেহ পর।
এই দেশেরি পাখপাখালি
আমায় করে মুগ্ধ
এই দেশেরি সোনার ফসল
মন করে যায় স্নিগ্ধ।
এই দেশেরি শিশু আমরা
ছুটি খেলার তালে
রঙ বেরঙের খেলায় মাতি
নানান রকম ছলে।
এই দেশেতে জন্ম পাওয়ায়
ধন্য আমি ধন্য
জন্ম আমার ধন্য হলো
বাবা-মায়ের জন্য।
০২- প্রকৃতির হাওয়া
——————————-
ছাতা ছাড়া যায়না হাঁটা
শরৎ এর দুপুরে ,
মন চায় বারেবারে
স্নান করি পুকুরে।
ঠিক দুপুরে হাঁটলে যেন
মাথায় পরে বাজ,
এই গরমে খাবেন বেশি
ঠান্ডা পানি ডাব।
গাছের তলে চুপটি করে
আরাম করতে যাওয়া,
এই গরমে সব লোকে চায়
প্রকৃতির মাঝে হাওয়া।
০৩- মেঘ বৃষ্টি আয়
——————————–
লাগরে মেঘ আয়রে বৃষ্টি
ঝমঝমিয়ে আয়,
তোমার জন্য কত মানুষ
বৃষ্টির গান গায়।
খাল- বিল সব যায় শুকিয়ে
টিউবওয়েলে নাই জল,
তৃষ্ণার্ত মানুষগুলো
কেমনে বাঁচবে বল?
মেঘ তুমি না ডাকিলে
বৃষ্টি রাণী নির্দয় হলে,
মাঠ- ঘাট ফেঁটে গিয়ে
সবি যাবে রসাতলে।
মানুষের ডাক আর ফসলের কান্না
নির্দয় বৃষ্টি চুপটি করে থেকোনা,
আসতে তোমায় হবেই হবে
কথাটা অমান্য করনা।
০৪- অতিষ্ঠ জীবন
—————————————-
গরমে স্নানের কি বা প্রয়োজন
শরীরের যে ঘাম তাতেই হয় স্নান!
না চাপতে হয় টিউবওয়েল না অপচয় হয় পানি।
হায়রে মানুষ আমরা সবই জানি!
তবুও বৃক্ষ নিধন করি তাই আজ এমন দশা
প্রচন্ড গরমে দুরবস্থা!
যারা থাকে এসি রুমে দিনরাত গভীর ঘুমে।
মধ্যবিত্ত গরীব যারা রাতে কি ঘুমান তারা?
গরমে লোডশেডিংয়ে জীবন আধমরা!
কবে যে হবে অনুকূল আবহাওয়া।
গরমে হয়েছি নরম আলু সেদ্ধর মতো,
তেজপাতাসম জীবন অতিষ্ঠ ক্ষত-বিক্ষত!