০১- কবিতাঃ মনে রেখো মোরে তুমি
মনে রেখো মোরে তুমি,
রমনীগঞ্জ গ্রাম।
তোমার পরে ঠেকাই মাথা,
করি তোমায় প্রণাম।
তোমার প্রতিটি ধুলি কণা,
মিশে আছে মোর অঙ্গে।
তোমার প্রকৃতি সুনির্মল বাতাস
নিত্য নেই আমার সঙ্গে।
মনে রেখো মোরে তুমি,
রমনীগঞ্জ গ্রাম।
তোমার প্রকৃতি অপরুপ শোভা,
মোহিত মোর মন প্রাণ।
মনে রেখো মোরে তুমি প্রিয়,
রমনীগঞ্জ গ্রাম।
তোমার মাঝে দেই বিলিয়ে,
আমার ভালোবাসার ধাম।
-----------------------------------
০২- কবিতাঃ পাকা তালের পিঠা
ভাদ্র মাসে তালের গাছে,
ধরে পাকা তাল।
বাংলার ঘরে ঘরে মা বোনেরা
আটা কুটে চাল।
ভাদ্র মাসে ঘরে ঘরে,
বানায় তালের পিঠা।
গরম তালের পিঠা খেতে,
দারুণ লাগে মিঠা।
পাকা তালের রসের সাথে,
মিশিয়ে চালের কুড়ো।
তারই সাথে মিশিয়ে নেয়,
মিষ্টি আখের গুড়ো।
পাকা তালের পাকা ঘ্রাণে
মনটা যায় ভরে।
পাকা তালের পিঠা খেতে,
মন চায় নড়ে চড়ে।
---------------------------------------
কবি:- মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।