০১- আকাশ বাতাস
---------------------
চাঁদের বুড়ি
রসের ঝুড়ি,
কবিতা পড়ি
সুরটা ধরি!
গাঁয়ের মাটি
শীতল পাটি,
হাত পাখাটি
বসিয়া গুটি!
আকাশ ভরা
খেলছে তাঁরা,
ঘুমিয়ে পাড়া
রয়েছে সারা!
খোকার ডাকে
আকাশ ফাঁকে,
চাঁদটা ঝুঁকে
বলছে খুকে!
খুশিতে খোকা
বলছে বোকা,
আকাশ তাকা
নয়কো ধোঁকা!
খুকুরা দৌড়ে
খেলছে সুরে,
ঘরে বাইরে
আহা মজারে!
ভালো আকাশ
দিচ্ছে বাতাস,
কতো সুবাস
প্রাণেতে শ্বাস!
০২- নাইতে নেমে
------------------------------
ঝুম ঝিমিয়ে বৃষ্টি এলো
খোকা খুকু নাইতে গেলো,
খেলছি মোরা পিছিল খেলা
গড় গড়িয়ে চেল চেলা!
গুরুম গুরুম আকাশ ফাঁকে
তাইনা দেখে মাযে ডাকে,
খোকা আমার আয়রে বুকে
খেলা ওসব এবার রেখে!
কাঁদা মাটিয়ে শরীর ভরা
এরই মাঝে ন্যাংটা ধরা,
মা'যে এলো হয়ে কড়া
দিতে বুঝি ঝাঁটা উড়া!
গলা ধরে মোর শক্ত করে
বকছে একটু চেপে ধরে,
নিয়ে এসে মোদের ঘরে
দিয়েছে খেতে হাঁড়ি ভরে!