০১- পুরনো ডাইরি
পুরনো ডাইরির পাতায় খুঁজে পেলাম
একটি কবিতা
তার সমস্ত শরীর জুড়ে অন্ধকার আর বঞ্চনার কালো দাগ
চাঁদের সোনালী আলোয়
দুঃখের প্রলেপ গুলো সরিয়ে দিয়েছি
তবু অন্ধকার গভীর হয়েছে
অক্ষরের আড়ালে।
জীবনের স্বাদ আহ্লাদ খুঁজি অক্ষর গুলির শরীর জুড়ে আর
নক্ষত্রের আলোয় স্বপ্ন গুলো জাগিয়ে রাখি।।
০২- বাড়ির উঠোন
জানালা খুললেই বসন্তের মুখ দেখি
বাড়ির উঠোনে।
এ পাশে জিনিয়া ও পাশে গোলাপ
মাঝখানে সূর্যমুখি ঠিক আমার মত।
সাজানো বাগান
বাইরে মেঘমল্লার
মাতাল বাতাস
মনের জানালা দিয়ে উড়ে যায় সবুজ বলাকা
যেন পেরিয়ে যায় এক একটি দিন মাস বছর।।