০১- স্বাধীন দেশের দৃশ্য পাট
—————————————
স্বাধীন দেশের দৃশ্য পাট,
স্বাধীন ভাবে চলে।
স্বাধীন ভাবে মনের কথা,
ইচ্ছে মতো বলে।
অন্যায় হোক অবিচার হোক,
মনে যাহা চায় করি।
কে করে প্রতিবাদ তাঁর,
গলা টিপে ধরি।
চুরি না করেও তোফাজ্জলকে,
দিতে হলো প্রাণ।
এ্যাবনর্মাল ছেলেটার শেষে,
কেড়ে নিলো জান।
বাবা মা ভাই বোন আর,
স্বজন হারা ব্যাথা।
খুধার জ্বালায় বেড়ায় ঘুরে,
পেট করে তার খাঁ খাঁ।
শত শত মার খেয়ে শেষে,
চাইলি এতো টুকু খাবার।
শেষ খাবার খাইয়ে ওরা,
তোকে করে দিলো সাবাড়।
০২- সবুজের দৃশ্য পাট
——————————-
শরৎ কালে চারিদিকে
করে শুধু খাঁ খাঁ।
শরৎ কালে সূর্য মামা,
রেগে হয় রাগ চটা।
শরৎ কালে গাছের পাতা,
থাকে শুধু স্থির।
শীতল হাওয়া নাই কোথাও,
মন প্রাণ অস্থির।
শরৎ কালে সবুজে সবুজে,
ছেয়ে যায় মাঠ ঘাট।
শরৎ কালে চোখ জুড়ে যায়,
সবুজের দৃশ্য পাট।
————————————
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।