কবিতা: ভালো বন্ধু
-------------------------------
আগের মত বন্ধু ভালো,
যায় না পাওয়া অতো।
বন্ধুর মতো বন্ধু পেলে,
জীবন ধন্য হতো।
আগের দিনে ভালো বন্ধু,
সবাই মোরা মিলে
মাঠে মাঠে খেলা আর
সাতার কাটতাম নদী খালে বিলে।
আনন্দ উল্লাস কতো করতাম,
ছুটির দিনে সবাই।
এখন আর ওসব হয় না কিছু,
সময় কেহ না পাই।
ভালো বন্ধু এ সমাজে
মিলেছে এখন কম।
ভালো বন্ধু নাই তবে ভাই,
যায় পাওয়া তার যম।
ভালো বন্ধুর আসলে বিপদ,
সাহায্য চাইবে বলে।
আগে ভাগে পরে কেটে,
নানা ছলনার তলে।
কবিতাঃ পাখ- পাখালি
-------------------------------------
আমার বাড়ির পিছন পার্শ্বে,
ইয়া বড় আম গাছ।
সেই গাছেতে করে অনেক,
পাখ-পাখালি বসবাস।
সকাল হলে পাখিরা সবাই,
কিচিরমিচির ধরে গান।
বিকেল বেলা হলেও পরে,
কিচিরমিচির বহে বান।
আম গাছটা বিশাল বড়,
আছে অনেক ডাল।
সেই ডালে বসে পাখিরা,
মিষ্টি গানের ধরে তাল।
খোকা খুকু মিলে ওরা,
পাখির মতো সুর মিলায়।
ভোমরা আর প্রজাপতিরাও
উড়ে এসে সুর বিলায়।
----------------------------------
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।