(০১)- অভিমানী মন
------------------------------------
ভাবছি পুরনো ধুলোয় জমা পথে আর হাঁটব না
ফেলে রাখা বসত ভিটার ঘরটিতে সন্ধাবাতি জালবোনা।
বকুল তলে পড়ে থাকুক ঝরে যাওয়া ফুলগুলো
এলোমেলো রুক্ষ থাকুক শখের আমার চুলগুলো।
মেহেদী পাতা দিয়ে আর কখনো সাজবে না হাত
চাঁদের পাশের তারা গুনে কাটবে না আর রাত।
মনের মধ্যে যত্ন করে পুষবো না আর পাখি
মন খারাপে পাগল বেসে ঝরা বোনা আখি।
মাথার মধ্যে আটকে ছিলো অবুঝ দিনের স্মৃতি
সব কিছু ভুলে গিয়ে টেনে দেবো ইতি।
আশার বাসা বুকে নিয়ে থাকবো না পথ চেয়ে
অভিমানে মন খারাপে যাবো না কষ্ট গুলো বয়ে।
(০২)- অবচেতন মন
-------------------------------------
আজ আমার ভিষণ রকমের মন খারাপ
এক সমুদ্র না এক পাহাড় নেই পরিমাপ।
একাকী খোলা আকাশে তাকায় অপলকে
মেঘের ভিড়ে সূর্য উকি দেয় এক ঝলকে।
ঝিরিঝিরি বৃষ্টি কাজল ভরা নয়নে
বিদ্যুৎ চমকায় হৃদয়ের গহীনে।
খোলা জানালায় চোখ জোড়া খুঁজে তারে
অপেক্ষার অবসান হবে না জন্মের তরে।
খুব করে মনে পড়ে মায়াবী মুখ তার
চোখে মুখে হাসি ছিলো সখের মানুষটার।
মুগ্ধ হয়ে শুনতাম তার মিষ্টি মধুর বানী
বুঝিনী তার বুক ভরা প্রেম ছলনার কাহিনি।
এতো কিছুর পরেও বলি সে থাকুক সুখে
সারাজীবন কাটাবো আমি তার অসুখে।
(০৩)- মায়ার কারাগারে বন্দি
--------------------------------------
হুটহাট মন খারাপ আমার
কেঁদেও ভাসায় রোজ
যার বিরহে কাতর আমি
সে নেয় না খোঁজ।
যাকে ভেবে নিত্য দিনে
কষ্টের জাল বুনি
সমাজে বদনামের ভাগি
কটু কথা শুনি।
যার উপরে রাগ করে আমি
খায়না দুটো ভাত
তার কথা ভেবে ভেবে
নির্ঘুম কাটে রাত।
কেমন আছে প্রিয় মানুষ
আমার নেই জানা
পাহাড় সমান কষ্ট বুকে
সেতো জানে না।