(০১)- নিয়তি
-----------------------------------
প্রিয়তম আজো ভালবাসি তোমায়
যদিও আছে অনেক রাগ
নিজেকে ভীষণ কষ্টে রাখি
তবুও তোমাকে করিনা ত্যাগ।
নিজেকে আমি নিজেই বোঝায়
একা চোখের পানি মুছি
নিজের কষ্ট জমিয়ে রেখেই
সুখ গুলো নিত্য খুঁজি।
বুঝিনি পাথরের মন তোমার
বাসনি আমায় ভালো
তোমাকে ভালবেসে আজ আমার
জীবন হলো এলোমেলো।
পাগল বেসে পথে ঘুরি
পায়না কোন দিশা
তোমার টানে ছুটে চলি
বাঁচার অনেক আশা।
(০২)- আমি তোফাজ্জল বলছি
-----------------------------------
আমি ভাতের দামে জীবন দিলাম
সুন্দর পৃথিবী থেকে বিদায় নিলাম।
বাবা-মা আর স্বজন হারা এতিম আমি
আমার কষ্ট বুঝলো না প্রিয় মাতৃভূমি।
পৃথিবীতে আপন বলতে আমার কেও নেই
আমার খুনের বিচার কাকে দেই।
আপন ছিলো যারা হারিয়ে গেছে আগে
সব দুঃখ দিয়ে গেছে আমার ভাগে।
স্বজন হারিয়ে হয়েছি মানসিক রোগী
পেটের দায়ে হয়েছি ভুক্তভোগী।
মিথ্যা চোরের দায়ে শিক্ষার্থীরা পিটিয়ে মারছে
আমার মরার বিচার দিলাম জাতির কাছে।