সীমানা পেরিয়ে
জাত পাত,ছোট, বড় সব বাধা পেরিয়ে
ভালোবাসার নিবিড় যে সম্পর্ক,
গড়ে তুলে তা সুমহান কীর্তি
পিছে ফেলে সব তর্ক বির্তক।
দু'টি মনের একই আশা করতে পরিপূর্ণ
শপথ করে মন গড়ে উঠে,
এক সুমধুর সম্পর্ক স্থাপন করে
স্থায়ী হয়ে থাকে যা মানসপটে।
শত বাধা, শত কুটিলতার বেড়াজাল
পারে না করতে এতটুকুন বিস্তার,
ভালোবাসা,ভালোবাসায় দু'টি হৃদয়
এক হয়ে মুছে ফেলে সব ধিক্কার।
সীমা অসীমা'র সকল বিপত্তি
হার মানে, হয়ও পরাজিত,
ভালোবাসার সুখের নীড় শ্বেত শুভ্রতায়
গড়ে উঠে এমনি করে প্রতিনিয়ত।
"" চরিত্র""
নীতিবাক্য বলি সবাই
বিজ্ঞ জনের মতো,
কাজের বেলায় করি
অনিয়ম আছে যতো।
নিজের দোষকে মোরা
সহজেই যাই এড়িয়ে,
অপরের দোষ দেখলে
বলি আরও বাড়িয়ে।
ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়
হয় পরে পাহাড়সম,
যা দেখেও মোরা
নিজেকেই করি নমঃ।
হিসেবের খতিয়ান শেষে
হয় অন্যায়ে পূর্ণ,
স্বার্থ হাসিলে করি
মধুর সম্পর্কও ছিন্ন।
বিচিত্র সব চরিত্র
স্রষ্টার সেরা মানবের,
নিকৃষ্ট কাজ করে
দেই পরিচয় দানবের।