অঙ্ক
--------
জীবন শুরু শেষের রথে
যোগ বিয়োগের ফল,
বীজ গনিতের জটিল সুত্র
দু হাতে কান মল।
পাওনা দেনার কড়া গন্ডায়
বাধঁঁছে গন্ডগোল,
সরল অঙ্কের গরল রেখায়
জমছে খাতায় ভুল।
জীবন অঙ্কের ভাগ গুণনে
কমছে বাড়ছে মুল,
অভিষ্ট লক্ষ্যে'র যাত্রা পথে
অহেতুক শোরগোল।
জীবন অঙ্কের প্রতি ধাপে
নব সুত্রের যোগ,
সময় বাঁকে মরন ডাকে
করছ মিছে ভোগ।
ধরা বিলাস বিশ্রামাগার
ভাবনা তোমার ভুল,
হিসেব নিকেষের সমীকরণ
নদীর ভাঙ্গা কুল।
বিজ্ঞ হাতে হিসেব কষে
সেট অঙ্কের রেখা,
জগৎ কেন্দ্রে কর্মের ফল
হবেনা'তো দেখা।
আপন কর্মে নিজ কপালে
ডাকছো শনির খাল,
জগৎ অঙ্কের ভাগফলটা
মিলবে পরকাল।
প্রেম বিলাস
-----------------
প্রেম বিলাসের ভ্রষ্ট বাসর
পাপের নগ্ন ছড়াছড়ি,
ধোঁকায় পড়ে সত্তা ভুলে
অন্ধ প্রেমে জড়াজড়ি।
প্রেমের আসল অর্থ ভুলে
স্বার্থ মায়ার খেলা,
জগৎ প্রেমে লক্ষ্য হারায়
যাচ্ছে চলে বেলা।
কৃত্রিম প্রেমের ভ্রষ্ট স্বরাজ
বিশ্বাস ভাঙ্গা কাঁচে,
অজ্ঞ সাধক রুপের জালে
নাঙ্গা মুদ্রায় নাচে।
ইন্দ্রজালের অতৃপ্ত অসুখ
সত্য প্রেমের আকাল,
স্বর্গীয় প্রেমে বঞ্চিত হৃদয়
বঞ্চনা সিক্ত মহাকাল।