লেখক:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
বাংলাদেশের অনেক মানুষ ভীষনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছেন, একজন অপরিনামদর্শী দুর্নীতি প্রশ্রয় দানকারী ঢিলেঢালা প্রশাসনিক মানসিকতার নির্বোধ শাসক "শেখ হাসিনা" কি খাচ্ছেন কোথায় সেটেল্ড হচ্ছেন কবে ফিরছেন সব আজগুবি খোঁজখবর নিয়ে! এ সবে আমার কোন মাথা ব্যথা নাই! আমি ভাবছি আমার দেশ কোথায় যাচ্ছে এবং তৃতীয় বিশ্ব যুদ্ধের কতটুকু দ্বারপ্রান্তে বিশ্ব?
বাংলাদেশ সরকার কে কাজ করতে দেয়া উচিত সব রাজনৈতিক দলের এবং সব বুদ্ধিজীবীদের বোঝা উচিত বর্তমান সরকারের এজেন্ডা কি? কেন বিদ্যুৎ ঘাটতি হচ্ছে, কেন লোডশেডিং বাড়ছে, কেন বিদ্যুৎ কেন্দ্র গুলো এটা ওটার জন্য বন্ধ হচ্ছে, কেন রপ্তানি খাতগুলো বন্ধ হচ্ছে, কেন কে বা কারা কারখানাগুলোতে আগুন দিচ্ছে তাও আবার ঔষধ কারখানা পোশাক কারখানা যারা বৈদেশিক অর্থ এনে রিজার্ভ বাড়ায় , এমন রাস্ট্রীয় জরুরি খাত রক্ষা করতে কতজন গুলি খেয়ে মরেছে নাকি বিনা চ্যালেঞ্জে গেলো দুর্বিত্তরা? সরকার কেমন ভুমিকা রাখছে বা কেন ঠেকাতে ব্যর্থ হচ্ছে, কি পরিমান ধরপাকড় হচ্ছে! বন্যা দুর্গত এলাকায় মাননীয় প্রধান উপদেষ্টা কত বার গেছেন, কেমন ত্রান পৌঁছাচ্ছে, জনগনের বর্তমান সরকারের বিরোধী তার ধরন কি? আনসার অন্তোষ শ্রমিক অসন্তোষের পিছনে কারো কলকাঠি নাড়ছে কিনা? কেন সরকার বিগত সরকারের স্টাইলে ১৪ হাজারের মত আরকান রোহিঙ্গা দেশে প্রবেশ করতে দিলেন? যেখানে গত স্বৈরশাসক বিভিন্ন দেশের সাথে সম্পর্ক নষ্ট করেছেন তাদের অযাচিত প্রস্তাব ছিলো সব রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দাও, বর্তমান সরকার কি তা মেনে নিতে চাচ্ছেন ইত্যাদি!
প্রিয় পাঠক, আমার বিষয় "রাশিকে কি পরাজিত করা সম্ভব"?
ইউক্রেন যুদ্ধ এখন রাশিয়া V S N A T O.
অর্থ অস্ত্র সেনা সবকিছু দিয়ে সাহায্য করছে বরং রাশিয়ার পাশে কেউ দাড়ালে তাকে
হুমকি ধামকি নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। এমন উদাহরন ইরানের ঘরের কাছে পরমাণু সাবমেরিন মোতায়েন এবং ইরান বেলারুশ কে নিষেধাজ্ঞা!
প্রিয় পাঠক, নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিলেন ৬ লক্ষ সৈন্য ও ৫০ হাজার অশ্ব নিয়ে পরাজিত হয়ে ফিরে গেছিলেন নিজ দেশে
১ লাখ সৈন্য নিয়ে। ৫০ হাজার ঘোড়া রাশিয়ায় মরে ভূত হয়েছিলো। গোলাবারুদ ফেলে গেছিলেন নেপোলিয়ন!
হিটলার রাশিয়া আক্রমণ করে পরাজিত হওয়ার পর খেদোক্তি করেছিলেন," রাশিয়া আক্রমণ আমার বড় ভুল ছিলো!"
দ্বিতীয় বিশ্ব যুদ্ধে মিত্র শক্তি জেতার কারন রাশিয়ার যুদ্ধ কৌশল ও সাহসিকতা!
আলেকজান্ডার দি গ্রেট ভারত থেকে ফেরত যান রাশিয়া আক্রমণ না করে ই!
ধরুন তৃতীয় বিশ্বযুদ্ধ হলো, পুতিন মরে গেলেন, আকাশে কার্বন বেড়ে গেলো, পরমাণু বোমার nuclear magazine তেজস্ক্রিয়তা ও গামা রশ্মি তেজস্ক্রিয়তায় প্রচন্ড তাপ মাইল মাইল মাইক্রো সেকেন্ডে ব্লা স্ট ওয়েভ প্লাজমা আকাশে উঠে আবার ভূপৃষ্ঠে ছড়াবে যা কুজ্ঝটিকায় সূর্য ঢেকে দিবে, হতে পাড়ে ভূগর্ভস্থ লাভার স্রোত প্রবাহিত হবে হাজার মাইল বেগে!
যেহেতু সূর্য আলো কুজ্ঝটিকায় ঢাকা, ঠান্ডা নেমে আসবে ৩০/৪০/৫০ মাইনাস সেলসিয়াসে এবং সমুদ্র নদী নালার জল জমে বরফ হবে। ট্রান্সপোর্টেসন বন্ধ হয়ে যাবে কোন খাবার থাকবে না, ভুমিতে ফসল জন্মাবে না --
কেন রাশিয়া can't be defeated Because of his extraordinary nuclear technology.
বিশ্বের এমন অবস্থার আগেই N A T O অট্টহাসি তে ফেটে পড়ছে ধরুন, হাজার হাজার nuclear weapons আছড়ে পড়ায় রাশিয়ার সব লোক শেষ। তখন ই রাশিয়ার Auto nuclear blastic missile would be auto activated from the secret official BANKER and should destroy the proudy Opposition & সারা বিশ্বে আছড়ে পড়বে যা ছারখার করে দেবে সরা বিশ্ব যা তাক করা আছে অনেক টার্গেটে ----
তাই বলেছিলাম "রাশিয়া অপাজেয়,বিশ্বের মানুষ কে বাঁচতে দিন! আর মানবতার নাটক করে বিশ্বটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিবেন না!
রাশিয়ার মাজা ভাঙা ও সহজ না! তার পাশে আছে চীন ভারত ইরান তুরস্ক কোরিয়া ভিয়েতনাম কম্বোডিয়া আফগানিস্তান মুসলিম বিশ্বের ২৪ দেশ ---
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।