শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

কলাম:- আই কিউ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

লেখক:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

I Q হচ্ছে understanding capacity or ability of a person as much early as whose Brain receive the subject!
বিএনপি ঘরোনার বুদ্ধিজীবি গোলাম মাওলা রণির মতে, “শেখ জয়ের” আই কিউ লেভেল নাকি ৯.” তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে পড়াশোনা করেছেন যেখানে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি টেস্ট দিয়ে ভর্ত হতে পারবেন কিনা, তিনি সন্দেহ পোষন করেছেন!

প্রিয় পাঠক, আমি যে এলাকার মানুষ সেখানে অধিকাংশ বাবাদের কয়েক বিঘা নিজ এবং বন্ধকী জমি ছিলো, কারো বাবার চিতলমারী পাটগাতী বাজারে গুড়-মুড়ি চিড়ার দোকান ছিলো, কারো বাবার একটা টং দোকান ছিলো, কেউ ধান চাউল পাট তিসির ব্যবসা করতেন, কারো বাবা পুলিশ কনস্টেবল, সেনা সেপাই, প্রাইমারী শিক্ষক, বা চিতলমারী গরু বাজারের ফরিয়া (broker)!

রাজনীতি তে তখন এত দুর্বিতায়ন হয় নাই, আমার এলাকার রাজনৈতিক নেতারা “মুন্সি একরামুল হক, শামসুদ্দিন আহম্মেদ, নিরোদ বিহারি নাগ, সাংসদ এমএ খয়ের” সবাই মধ্য বিত্ত বা নিন্মবিত্তের জীবন কাটিয়েছেন। মুন্সি একরামুল হক ছিলেন জাতীয় নেতা! আমার সৌভাগ্য হয়েছে” মুন্সি একরামুল হক” ছাড়া সবার সান্নিধ্যে যাওয়ার!
তখন মানুষ ছিলেন সৎ নিষ্ঠাবান, জনসেবা ছিলো চেয়ারম্যান মেম্বারদের কাজ এবং মেয়াদ শেষে দেনা হয়ে বিদায় নিতেন! এমন পরিবার থেকে আসা আমরা কেমন I Q এর অধিকারী হতে পারি, কতটা বৃহৎ মনের হতে পারি, কতটা self advocacy জানতে পারি, কারো কথা নিজ মনে সত্যি মিথ্যা যাচাই-বাছাই করার শক্তিকে self advocacy বলে!

তা হলে আমাদের I Q লেভেল দারুন লো, হতে পারে – A, বা আসে পাশে! মাইনাস A আই কিউ improve করতে জানা-শোনা প্রয়োজন এবং জানাশোনা মাধ্যম হচ্ছে পড়াশোনা, তা করতে আমরা অলসের বাবা? জিজ্ঞেস করুন একজন এদেশের গ্রাজুয়েট কে বিশ্বের সব চেয়ে উঁচু জায়গা এবং নিচুস্তর কোনটা, ৮০% জানবেো না আমরা, তারপর আলোকবর্ষ কি, গ্যালিক্সি কি, কত পৃথিবী মিলে কটা নক্ষত্র সমান, কয়টা বাংলাদেশ মিলে ভারতের অঙ্গ রাজ্য রাজস্হানের সমান, এসব না জেনে আমরা বাহবা দেই যে অবুঝ ইতিহাস ভুগোল গ্লোবাল পলিটিক্স না বুঝে ভারতকে ধমক দেয় বা যুদ্ধে আহ্বান করে! বাহবা দিতে পড়াশোনা করা লাগে না! “পূর্বের কোন সরকার এমন ধমক দিতে পারে নাই এই প্রথম ভারত ভয় পেলো বলে বোগল বাজাই?”

দার্শনিক গোখলে বলেছিলেন, বাঙালি আজ যা ভাবে সারা ভারত তা এক সপ্তাহ পরে ভাবে!
ভুল বলেছিলেন “গোখলে”, ঠিক বুঝেছিলে বিশ্ব কবি রবি, ” রেখেছো বাঙালি করে মানুষ করো নি!”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102