লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম:
ভালোবাসা ঈশ্বরের এক ইন্দ্রজালিক শক্তি! যখন একজন কাউকে পায় অন্য জন কাউকে হারায়! একজন কাউকে পেয়েছি বলে আপ্লূত আহ্লাদিত আনন্দিত উৎফুল্ল চিত্তে ঢেঁকুর তোলে হয়তো সেই জনই তার বুকে মাথা রেখে অন্যের ধ্যানে অশ্রু ফেলে, মন ফেলে এসেছে কারো কাছে ধনমান ইজ্জত শক্তির কাছে পরাস্ত হয়ে অনিচ্ছায় দেহ রেখেছে কফিনে!
ঈশ্বর বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন এই ‘ভালোবাসা’ নামক জুয়া হাউজে। প্রবেশ করার দরজা তৈরি করেছেন সবচেয়ে শক্ত ধাতু ‘টাংস্টেন’ দিয়া non return path এবং প্রেমিক হৃদয় তৈরি করেছেন সবচেয়ে নরম ধাতু ‘লিথিয়াম’ দিয়ে! হৃদয় বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরা ‘লার্জ সিনোপেটিক টেলিস্কোপ’ সংযুক্ত যা অমুছনীয় স্কিনে মেগা পিক্সেলে ছবি তোলে আজীবন স্মৃতি হয়ে জ্বালায়!
ভালো বাসার দু’পক্ষের একজন যখন অন্যের বুকে ঘুমায় অন্য পক্ষ বাকী জীবন বিনিদ্র রজনী কাটায় আকাশের তারা গুনে স্মৃতি হাতরায়! কি অদ্ভুত এই ভালোবাসার ফাঁদ, একজন যখন বলছেন, “Why did not you love me, জীবনটা অন্য রকম হতে পারতো, অন্য জুটি একজন অন্য জনকে জিজ্ঞেস করছেন, ” why did you love me, I am not so much fit as much as you want! তবুও ভালোবাসা হ’য়ে যাচ্ছে, ঘর বাঁধছে এবং সেই ঘাটতি (lack) একদিন মাথা চাড়া দিয়ে উঠছে এবং সংসার ভাঙছে!
মজাটা হচ্ছে “ভুলে যাবো বললেই ভুলে যাওয়া যায় না! ” সে ভালোবাসা হতে পারে মা-বাবা বনাম সন্তান, প্রেমিক প্রেমিকা বা সংসারের অংশীদার! তুষের অনলের মত ধুঁকে ধুকে পোড়ায় এবং জ্বালায় কবর অবধি! তার আগে হতে পারে ডিপ্রেশন ক্লিনিক্যাল ডিপ্রেশন স্ট্রোক এ্যাটাক এবং মৃত্যু! এজন্য বলা হয় ভালোবাসার অপর পিঠ মৃত্যু! আবার আগমন ও মৃত্যুর মত অগোচরে অনিবার্য ভাবে, কখন কাকে ভালো লেগে যায়! শুধু মন খুলে ভুল-বোঝাবুঝির অবসান না ঘটানোর কারনে বিশ্বে লক্ষ লক্ষ সংসার ভাঙছে, মদ গাঁজা ধরে জীবন ক্ষয় অথবা পতিতালয় বেছে নিয়েছে শান্তি পেতে, অশান্তি মনে বেড়েছে এবং মানসিক রোগী হয়ে রেলস্টেশনে ষ্টীমার লঞ্চ ঘাট প্লাটফর্মে, রোডে ঘাটে সারাবিশ্বেই ছড়িয়ে-ছিটিয়ে জীবন চলছে প্রচুর মানসিক রোগীর যাদের কেস-হিস্ট্রি “ভালোবাসায় ব্যর্থতা”!
মানুষ পাথর নয় ‘লিথিয়ামে’ গড়া হৃদয় প্রতিমুহূর্তে স্মৃতি হাতরায়, মনে করে সেই একজন কে, যাকে চেয়েছিলো জীবনে! তৈরি হয় দেবদাস-এর করুণ পরিনতি!
দয়ার সাগর ঈশ্বর
দিয়েছেন ভালোবাসা নামক তস্কর,
যা সব নিয়ে যায় চুরি করে
দেহটা নেয় না, রেখে যায় কফিনে ভরে!