কলমে: এম এ লতিফ
কান্ডারী তুমি
কি করে বাইবে তরী
যে নদীতে নাই জল,
শুকনো নদীতে কভু
তরী করতে পারে না চলাচল,
কান্ডারী তুমি রাখো খেয়াল
যবে নদীতে আসবে যেদিন জল
ভাসিয়ে দিও তোমার তরী
হবে সেদিন তোমার তরী সচল!
জীবন নদীতে বাইতে গেলে তরী
লাগে না কভু জল,
তবু যে দুঃখের তরী থাকে সচল,
এই তো জীবন দুনয়ন জলে ভরা
শুধুই জল আর জল!
কান্ডারী তুমি
দূর্গম গিরী দিবে পাড়ি
তোমার শক্তি সাহসে হও অনড়,
চেয়ে দেখো চারদিকে জলে ভরা মহাসাগর
তুমি ভাসাও তরী মহাসাগরে
যে জলে তোমার তরী হবে সচল!