কলমে: মহসিন আলম মুহিন
কি লিখব এখন আসেনা আর মাথায়,
রক্তে রঞ্জিত সোনার বাংলা হায়েনার কালোথাবায়।।
মায়ের কোল খালি কলমে নেই
কালি,
চাঁদ মুখগুলো ঢেকে দিয়েছে
মেঘের ফালি।।
বাগানের মালিরা নেই ফুলেরাও সুঘ্রাণ হারা,
বারুদের গন্ধে চব্বিশের জুলাই-আগষ্ট শোকে ভরা।।
পড়ার টেবিলে নেই, মাঠেও নেইতো ওরা,
ক্ষতবিক্ষত মায়া ভরা বুকগুলো কাফনেতে মোড়া।।
নায্য কথা বলায় বাকরূদ্ধ করেছে স্বৈরাচার,
ইতিহাস ভুলে গেছে রক্তের দাবীটাই অধিকার।।
ভাই-বোন হারা, নেই শত সিয়াম-শিহাব, সাঈদ-মুগ্ধ,
শহীদের বলিদান স্বাধীনতাকে করতে পারেনি স্তব্ধ।।
স্বৈরাচার ছেড়েছে মসনদ সত্যের
কাছে পরাজিত,
শহীদ দরদীরা নীরবে ঘুমাও সন্তান গর্বিত।।
শহীদদের স্মরণে শপথ হোক হে কর্ণধার,
লিখব নতুন আশায়, নতুন কবিতা
নতুন বাংলার।।
মহসিন আলম মুহিন,
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯