মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লা জিলা স্কুলের ৭০ ব্যাচের উদ্যোগে বুড়িচং মহিষমারায় বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মহিষমারার ২২টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
১২ অক্টোবর শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা ভুইয়া বাড়ির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আয়োজকরা বলেন, কুমিল্লা জিলা স্কুলের ৭০ ব্যাচের উদ্যোগে বন্যার্তদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমরা সব সময় চেষ্টা করি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন আবদুল মোমিন, ডা.ইশতিয়াক, জিয়াউল ইসলাম, বাহাউদ্দিন আহাম্মদ চৌধুরী, শাহীন হোসেইন ভূইয়া, মামুন ভুইয়া, হালিমা খাতুন রোজি, সাবেক ইউপি মহিলা মেম্বার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।