শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা পুলিশের পরিকল্পনা ও বাস্তবায়নে খাগড়াছড়ি পুলিশ অফিসার্স মেসে ‘জ্ঞান কনিকা’ গ্রন্থাগার এবং ‘জ্যোৎস্না’ কটেজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
বৃহস্পতিবার খাগড়াছড়ি পুলিশ অফিসার্স মেসে ‘জ্ঞান কনিকা’ গ্রন্থাগার এবং ‘জ্যোৎস্না’ কটেজ নির্মাণ কাজ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার। উদ্বোধন শেষে খাগড়াছড়ি পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম মুনাজাত করেন।
এসময় পুলিশ সুপার বলেন, জ্ঞান কনিকা গ্রস্থাগারটি উদ্বোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো। এই গ্রস্থাগারটি হবে এ জেলার পুলিশদের জন্য একটি জ্ঞানের বাতিঘর। গ্রন্থাগার সমাজের শিক্ষা-সংস্কৃতি ও সভ্যতা বিকাশের কেন্দ্রবিন্দু। সভ্য ও শিক্ষিত সমাজের সুচিন্তার ফসল হিসেবে এর উৎপত্তি। জ্ঞান চর্চা করে মানুষ যে আত্মপ্রসাদ ও মানসিক শান্তি লাভ করে তা কখনই উন্মক্ত জ্ঞান চর্চা কেন্দ্র ছাড়া সম্ভব নয়। প্লেটো, এরিস্টটলের মত মনীষীরাও গ্রন্থাগারের নিকট ঋনী। একটি জাতির মেধা, মনন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারণ ও লালনপালনকারী হিসেবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে বোধ থেকে আমাদের পুলিশ সদস্যরা এখানে এসে যাতে জ্ঞান আহরণ করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।
পরে পুলিশ সুপার ‘জ্যোৎস্না’ কটেজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন - খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার মুমিদ রায়হান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।