শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ মানুষের মাঝে উপহার হিসেবে ত্রান সামগ্রী দিয়েছে জেলা সেচ্চাসেবক দল। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১ টায় জেলা সেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ও উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চবিদ্যালয় মাঠে মেরুং ও আশপাশের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন-
ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এদেশ বৈষম্য ও শোষণ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছর শোষণ ও নির্যাতনের পর এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে জেলার সকল নেতৃবৃন্দকে একযোগে দেশের জন্য, দেশের মানুষের জন্য, খাগড়াছড়িবাসীর জন্য কাজ করে যেতে আহ্বান করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, এড. মালেক মিন্টু,উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী রানা,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরমোহাম্মদ হৃদয় সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে।