শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল জেলার অভ্যন্তরীণ আইন—শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এবং তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় গত ২৯শে সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত অনুমান ৯ টার সময় খাগড়াছড়ি জেলার সদর থানা পুলিশের একটি চৌকস দল থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানাধীন বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে লোকাল বাস কাউন্টারের সামনে থেকে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে, উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করে।উক্ত বিষয় সংক্রান্তে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলমান আছে।