আজ ৬ই সেপ্টেম্বর রোজ শুক্রবার খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছিল। আজ ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেমন কোনো আয়োজন নেই তবে সকাল থেকে যে শিশুরা আসবে সবার হাতে চকলেট তুলে দিয়ে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। দেশের বর্তমান পরিস্থিতির কারণে কোন আয়োজন করা হয়নি। আমরা সব সময় শিশুদের ভালোবাসার মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাদের জন্য শুভ কামনা করবেন।
আমার জন্মস্থান বরিশাল ঝালকাঠি করোনা থেকে প্রতিষ্ঠানটি জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচিয়ে রেখেছি।
অন্যদিকে আমার বাবা চিরদিনের জন্য আমাকে বাড়ি নেওয়ার জন্য কতই না চেষ্টা করেছিলো। ২০২২ সালে ৩০ অক্টোবর চিরদিনের জন্য বাবাকে হারিয়েছি এখন মনে হয় আমি বাড়িতে চলে গেলে আর কিছুদিন হয়তো আমার বাবা বেঁচে থাকতো। আমি বাবাকে হারিয়েছি তবুও প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি আজও। আমার বাবা নেই বড্ড মনে পড়ছে বাবার কথা। আমার পাশে বসে কেউ বাবাকে ডাকলে তখনই আমার খুব কষ্ট হয় যার বাবা নেই সেই বুঝতে পারবেন প্রতিটা মানাষের জীবনে বাবা কত বড় সম্পদ। আমার বাবার দুইটা অনুরোধ আমি অমান্য করেছিলাম । তাই নিজেকে খুব অপরাধী মনে হয়। যদিও বাবা চলে যাবার আগে আমাকে ক্ষমা করে দিয়েছিলো।এখন বুঝতেই পারছেন খুলনা আর্ট একাডেমিকে বা এই প্রতিষ্ঠানের শিশুদের কতটা ভালোবাসি তাই আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার কর্মের মাধ্যমে মৃত্যুর পরেও আমার শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকতে পারি।এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যারা সব সময় আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদের প্রতি আমার চির কৃতজ্ঞতা স্বীকার করছি। ভবিষ্যতেও আমাকে সবসময় সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করতে চাই। সর্বশেষে এই প্রতিষ্ঠানের বিগত দিনের সকল শিক্ষার্থী দের জন্য মঙ্গল কামনা করছি। তারা যেন দেশের ভালো কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে পারে।
বিঃদ্রঃ খুলনা আর্ট একাডেমির পুর্ব নাম “নিশাত আর্ট কোচিং”। ২০০৩ সাল থেকে যাত্রা শুরু হয়। ২০০৮ সালে এসে খুলনাকে কেন্দ্র করে খুলনার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করার লক্ষ্যে “খুলনা আর্ট একাডেমি” নামকরণ করা হয়।
ধন্যবাদান্তে
মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি।
৩৬, আয়েশা কটেজ, ইকবালনগর স্কুলের পূর্ব পার্শ্বে, খুলনা।আলাপনঃ 01716-570062,01919-570062