কলমে: চন্দনা রাণী
দূর্বলকে যারা দূর্বল ভেবে
ডাস্টবিনে দেয় ফেলে,
দূর্বলেরাও সবল হয়
সহায়তা পেলে।
অহংকারী যারা গর্ব করে
নিত্য দিনে ছুটে,
মূর্খ তারা জানেনা ওরে
গোবরেও পদ্ম ফোটে।
শিক্ষিত হয়েও দেখ
জ্ঞান নাহি হয়,
লোক সমাজে বোকার মতো
কেমন কথা কয়?
মস্ত বড় পণ্ডিত ভেবে
অহংকারে হয় লিপ্ত!
শিক্ষিত ব্যক্তিরাই
দুর্নীতিতে হয় যুক্ত।
বিতরণ কর জ্ঞানের আলো
সংগ্রহ কর জ্ঞান,
তবেই তো দেশও জাতি
পাবে পরিত্রান।