চিঠিপত্র ছিল প্রাচীন যুগে প্রধান মাধ্যম যোগাযোগের
এক জায়গা থেকে অন্যত্র পৌঁছে দিত যত খবর,
এক প্রকার প্রশিক্ষিত কবুতর।
পরে তা পৌঁছে ছিল উট ও ঘোড়ায় হয়ে সওয়ার,
এর পরে আসে পোষ্টকার্ড,খাম ও ইনল্যান্ড লেটার,
যার দায়িত্ব কাঁধে ছুটেছিল ডাক হরকরা– রানার।
পরবর্তীতে আসে দূরভাষ ও তার,
যার এখন পড়েনা দরকার।
বিশ্বের প্রথম চিঠি লিখেছিলেন কে
নেই তার কোন সঠিক খবর জানার।
বিসমিল্লা-হির রহমা নির-রহীম দ্বারা চিঠির সূচনা
প্রথম করেছিলেন বাদশা সুলাইমান,
যার রীতি মেনে চলেছে–আজো মুসলমান।
পৃথিবীতে সর্ব প্রথম ডাক ব্যবস্থার করেন প্রচলন,
হযরতে উমর–যিনি ছিলেন
দ্বিতীয় খলিফা ফারুকে আযম।
বর্তমানে চিঠিপত্রের জায়গা দখল করেছে
মোবাইল,ই-মেইল,জি-মেইল,
হোয়াটস অ্যাপ,ফেসবুক ও টুইটার
নামক সামাজিক মাধ্যম।