বিশেষ প্রতিনিধি:
আত্ম মানবতার সেবায় নিয়োজিত আলোর দিশারী মানবাধিকার সমাজকল্যাণ সংস্থাটি বিগত ১৫/১০/২০২১ ইং তারিখে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সৌরভ শেখ এর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকে সংগঠন টি বিভিন্ন ধরনের মানবাধিকার ও সমাজকল্যাণ মূলক কাজ করে আসছে। শীত বস্ত্র বিতরণ, আর্থিক সহযোগিতা, রক্ত দান কর্মসূচি, ঈদ উপহার বিতরণ থেকে শুরু করে কর্মসংস্থান গড়ে দেওয়ার মতোও দৃষ্টান্ত গড়ে তুলেছেন, এবং মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে নিয়েছেন। এই সংস্থা টি আজ এক পা দু পা করে ৩য় বছরে পদার্পণ করেছে।
এই বিষয়ে উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সৌরভ শেখ বলেন, আজকের এই আলোর দিশারী মানবাধিকার সমাজকল্যাণ সংস্থা যতটা মসৃণ দেখতেছেন এতটা মসৃণ ছিলোনা, তবে আলহামদুলিল্লাহ উপর ওয়ালার ইচ্ছায় এবং কিছু মানবিক যোদ্ধাদের সহযোগিতায় আমরা ৩য় বছরে পা রেখেছি। তিনি আরও বলেন তাদের এই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান, এবং বাগেরহাট জেলার প্রতিটি উপজেলাতে কমিটি গঠন সহ বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলাতে শাখা অনুমোদন দিচ্ছে যাতে করে তাদের সেবা প্রসারিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেখ ফরিদ আহম্মেদ (প্রধান উপদেষ্টা), আখতারুজ্জামান শেখ (সাধারণ সম্পাদক), এ্যাডঃ মাসুম শেখ (আইন বিষয়ক সম্পাদক), নিয়ামুল ইসলাম লিপন (উপ-পরিচালক তদন্ত ও ক্রাইম) অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহিদুজ্জামান নান্না-সভাপতি চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামী, মোস্তাফিজুর রহমান শাহীন -ইংরেজি শিক্ষক জোনাবালি গালস্ স্কুল, সহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষক মন্ডলি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়, বৃক্ষ রোপন কর্মসূচি রাখা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি সহ সকল শাখার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।